
দক্ষিণ আফ্রিকার কপিনবাবা এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশী খুন হয়েছে।
শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আফ্রিকান (কালা) পরিবারটির ওপর অতর্কিত হামলা চালায়।
খুন হওয়া বাংলাদেশীরা হলেন- মো. ইউনুস, তার স্ত্রী ও মেয়ে।
জানা গেছে, ইউনুস তার আফ্রিকান স্ত্রী ও তার মেয়েকে নিয়ে ওই কপিনবাবা এলাকায় বসবাস করতো। বাংলাদেশে তার বাড়ি নারায়ণগঞ্জ সদরের আলিরটেক ইউনিয়নে।
শনিবার রাতে আফ্রিকান কালারা ওই পরিবারের সবাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। ইউনুসের হাত-পায়ের রগ কেটে তারা মৃত্যু নিশ্চিত করে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net