
স্পেন আওয়ামী লীগের উদ্যোগে ‘আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী আওয়ামী লীগের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে হোটেল পোর্সালের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাফার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে আওয়ামী লীগ সরকার অনেক কাজ করেছে। প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশগমেচ্ছুদের জন্য সহজ কিস্তিতে ঋণ, প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ এবং বিভিন্ন দেশে নতুন দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের নাগরিক সেবা প্রদান করছে। প্রতিটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রবাসীদের আত্মীয় স্বজনের যারা দেশে থাকেন তাদেরকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোটদানে অনুপ্রাণিত করার জন্য আহবান জানান। প্রবাসীদের নিজ নিজ এলাকার উন্নয়নের চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার করারও অনুরোধ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত সাফল্যকে ধরে রাখতে হবে এবং সকল ষড়যন্ত্র প্রতিরোধে সজাগ থাকতে হবে।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রিজভী আলম। যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন ও হাসান আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল কাদের ঢালী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান যুগ্ম সম্পাদক তাপস দেবনাথ, এস এম পাভেল আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সায়েম সরকার, জাকির হোসেন, প্রচার সম্পাদক জালাল হোসেন, আইন সম্পাদক তারিক হোসেন, কামরুজ্জামান, লিমন বড়ুয়া, নিজাম উদ্দিন, সিরাজুদ্দীন এবং মো. সোহাগ প্রমুখ।
বিবার্তা/বিদ্যুৎ/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net