
রাজধানীর মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাব মার্কেটের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ঠিক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন রমজান আলী (২১), সাব্বির হোসেন (১৯), আমিনুল ইসলাম (২১)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সহকর্মী হৃদয় হোসেন জানান, তারা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের মার্কেটের নিচে জান্নাত রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন। সকালে একটি এসি ঠিক করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় তিনজন দগ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনজনের মধ্যে রমজানের আঘাত বেশি।’
বিবার্তা/খলিল/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net