
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহত শামীম (৩০) বরিশালের বাকেরগঞ্জের রবিপুর এলাকার বাসিন্দা মজিদ হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
জানা গেছে, শামীম এদিন সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুত্বর আহত হন তিনি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, নিহতের চাচা মোজ্জামেল হক এসে লাশের পরিচয় শনাক্ত করেছেন। লাশটি এখন মর্গে রাখা আছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/নানা/খলিল/শাহনেওয়াজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net