
লালমনিরহাটের হাতীবান্ধায় ৯৮০ পিস ইয়াবাসহ জুয়াদ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব)-১৩।
সোমবার (২২ জুলাই) দুপুরে র্যাব-১৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ির কাসেম বাজারের এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী জুয়াদ আলী উপজেলার ভোলাগুড়ি আমঝোল গ্রামের মতি মিয়ার ছেলে।
রংপুর র্যাব-১৩ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার ভোলাগুড়ি বাজারে অভিযান চালানো হয়। ওই সয়ম জুয়াদ র্যাবকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
বিবার্তা/জিন্না/তাওহীদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net