
ছোট ভাইয়ের লাশ দেখে সহ্য করতে না পেরে বড় ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে।সাতক্ষীরার তালা উপজেলার খেশরা এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে দু’ভাইয়ের এক সাথে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক-ভাবে জানানো হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রথম ঘটনায় উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল হকের পিতা শের আলী মোড়ল সোমবার (১৫ জুলাই) রাত ১ টা ১৭ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এদিকে রাতেই ছোট ভাই শের আলীর মৃত্যুর খবর শুনে মারাত্মকভাবে ভেঙ্গে পড়েন বড় ভাই আব্দুল কাদের মোড়ল (৮৭) । সকালে লাশের পাশে শোকে মূহ্যমান কাদের আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
মরহুম শের আলী মোড়ল মৃত্যুকালে স্ত্রীসহ চার পুত্র, দু’কন্য এবং বড় ভাই কাদের মোড়ল স্ত্রীসহ চার পুত্র এক কন্যা রেখে গেছেন।
বিবার্তা/সেলিম/তাওহীদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net