
গাজীপুরের কালিয়াকৈরে করাতকলের (স'মিল) করাতে কাটাপড়ে মঞ্জু সরকার (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান এলাকার সোহরাব উদ্দিনের করাতকলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু সরকার কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকার ইজ্জত উল্লাহর ছেলে। সোহরার উদ্দিনের করাতকলে কাঠ চেরাই শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
কালিয়াকৈর ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, করাতকলে বিকেল সাড়ে তিনটার দিকে মঞ্জুসহ কয়েকজন শ্রমিক কাঠ চেরাই করছিলেন। এসময় হঠাৎ পা পিছলে করাতের উপর পড়ে যায় মঞ্জু। এতে তার ঘাড় ও কাঁধের বেশিরভাগ অংশ কেটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান নাছিম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহরাব স'মিলটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছেন। তবে স'মিলটির কোনো অনুমোদন বা লাইসেন্স নেই বলে জানান তিনি।
বিবার্তা/তুহিন/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net