
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল এবং ৩লক্ষ টাকা জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানায় ১১ জন, কলারোয়ায় ৭ জন, তালায় ৫ জন, কালিগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৯ জন, আশাশুনিতে ৭ জন, দেবহাটায় ৪ জন এবং পাটকেলঘাটা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এদিকে, সাতক্ষীরায় একাধিক ডাকাতি মামলার আসামিও ইয়াবা ব্যবসায়ি রফিকুল ইসলাম (৩২) কে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে সাতক্ষীরা আনসার ক্যাম্পের পাশে অবস্থিত আশাশুনি ছাত্রাবাস থেকে পুলিশ তাকে আটক করে। রফিকুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মিনাজউদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়। রফিকুলের নামে আশাশুনি ও সাতক্ষীরা থানায় একাধিক ডাকাতি মামলা আছে বলে তিনি জানান। এছাড় সে দীর্ঘদিন মাদক ব্যাবসার জড়িত বলে ওসি জানান।
বিবার্তা/শহীদুল/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net