
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, যারা এতিমদের টাকা আত্মসাৎ করে জেলে রয়েছেন তাদেরকে আপনারা ভোট দিবেন না। অপরদিকে পৃথিবীর তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রাখুন।
মঙ্গলবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের হরিচন্ডি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজলে রাব্বী মিয়া বলেন, শেখ হাসিনা বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। পাকা রাস্তা করে দিয়েছেন।
এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জাহান সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পানা উল্লাহ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব মিয়া প্রমুখ।
বিবার্তা/তোফায়েল/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net