
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভেড়ামারা শহরের চার রাস্তা মোড়ে নছিমন উল্টে নছিমনের হেলপার অজ্ঞাত এক যুবক (২৪) এবং অপরটি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া (৬) নামে এক শিশু নিহত হয়।
স্থানীয়রা জানান, দ্রুত গতিতে আসা সবজি বোঝাই নছিমন চার রাস্তা মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নছিমনের হেলপার গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সবজি নিয়ে পাবনা থেকে ভেড়ামারায় রেখে ফেরার পথে চার রাস্তার মোড়ে উল্টে য়ায়। এতে হেলপার গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। পরে তাকে নিয়ে নছিমন চালক পাবনায় চলে যায়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ইবি থানার মধুপুর ইটভাটার বাজারে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় সুমাইয়া (৬) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। সে মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে।
বিবার্তা/শরীফুল/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net