
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের চার রাস্তা মোড়ে নছিমন উল্টে হেলপার (২৪) নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দ্রুত গতিতে আসা সবজি বোঝাই নছিমন চার রাস্তা মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নছিমনের হেলপার গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সবজি নিয়ে পাবনা থেকে ভেড়ামারায় রেখে ফেরার পথে চার রাস্তার মোড়ে নছিমনটি উল্টে যায়। এতে হেলপার গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যায়। পরে তাকে নিয়ে নছিমন চালক পাবনায় চলে যায়।
বিবার্তা/শরীফুল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net