
মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলতে গিয়ে একই বাড়ির দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কদমবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশু ওই গ্রামের কামাল শেখের ছেলে রাকিব শেখ (৭) ও ধলু শেখের ছেলে ইয়াছিন শেখ (৭) তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার গজারিয়া গ্রামের শিশু রাকিব ও ইয়াছিন বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় বলটি মাঠের পাশে খালের মধ্যে পড়ে যায়। পরে বলটি খালের মধ্যে থেকে উঠানোর চেষ্টাকালে প্রথমে ইয়াছিন ও পড়ে রাকিব খালের মধ্যে পড়ে পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকালে তাদেরকে খাল থেকে উদ্ধার করে রাজৈর উপজেলা কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল ঘটনা নিশ্চিত করেছেন।
বিবার্তা/শান্ত/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net