
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন এক কলেজছাত্রী।
বৃহস্পতিবার পুলিশ ওই কলেজছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
মামলার সূত্রে থেকে জানা গেছে, মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মোহনপুর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর বাকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আর রশিদ ৩ বছর আগে এই কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এর পর বিয়ের প্রলোভনে একাধিকবার মেলামেশা করেন।
সোমবার (৯ জুলাই) দুপুরে বিয়ে করার কথা বলে ওই কলেজছাত্রীকে আবারো নিজ বাড়িতে ডাকে মাহাবুব। বিয়ে না করেই শারীরিক মেলামেশা করতে চাইলে কলেজছাত্রী রাজি না হওয়ায় তাকে বেদম মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় সে।
রাজশাহীর মোহনপুর থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ বলেন, কলেজছাত্রীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি মাহাবুব আর রশিদকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।
বিবার্তা/তারেক/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net