
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বৈকেরী খালে মাছ ধরার সময় মুক্তিপণ দাবিতে বনদস্যু জাকির বাহিনীর সদস্যরা রাজ্জাক গাজী (৩৫) নামে এক জেলেকে অপহরণ করেছে।
রবিবার ভোরের দিকে ওই জেলেকে অপহরণ করা হয়। তিনি উপজেলার কালিঞ্চী গ্রামে জহুর গাজীর ছেলে।
অপহৃত জেলের বরাত দিয়ে স্থানীয় আব্দুর রহমান জানান, বুড়িগোয়ালিনী বন অফিস হতে অমুনতি নিয়ে বৈকেরী খালে মাছ ধরার সময় জাকির বাহিনী হামলা করে রাজ্জাককে অপহরণ করে মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করেছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কে এম কবির হোসেন জানান, জেলে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি।
বিবার্তা/শহিদুল/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net