
লক্ষ্মীপুরে রামগতিতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (৫৫) ও সাহারা খাতুন (৭০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া সুরাইয়া আক্তার নামে আরেকজন আহত হয়েছে।
শনিবার উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের শেখের কিল্লাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন উপজেলার চর আফজল গ্রামের গোফরানের ছেলে ও সাহারা খাতুন একই গ্রামের আবদুল রশিদের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
রামগতি থানার ওসি এটিএম আরিছুল হক জানান, সুরাইয়া আক্তারকে নিয়ে রামগতি থেকে সিএনজি অটোরিকশা যোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন মিলন হোসেনসহ অন্যরা। রামগতি-সোনাপুর সড়কের শেখের কিল্লাহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মিলন হোসেন ও সাহারা খাতুন।
আহত সুরাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে প্রেরণ করে বলেও জানান ওসি।
বিবার্তা/ফরহাদ/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net