
জামালপুর মেলান্দহের শ্যামপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধ ট্রাক চাপায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শ্যামপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ইসলামপুর গ্রামী মালবাহী একটি ট্রাক আকবর আলীকে (৭০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মেলান্দ মেঘারবাড়ী গ্রামের আবুতালেবের ছেলে।
ঘটনার পরপরই ট্রাক ড্রাইভার পালিয়ে গেলও স্থানীদের সহযোগিতায় পুলিশের ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ট্রাকটিকে আটক করি। ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিবার্তা/হারুনী/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net