
রাজবাড়ীর পাংশা থেকে বস্তাবন্দী অবস্থায় আব্দুল মাজেদ মণ্ডল (৫০) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা খামারপাড়া এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল মাজেদ মণ্ডল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নিহত আব্দুল মাজেদ মণ্ডল ওই এলাকার ছোরাপ আলীর ছেলে।
পুলিশ জানায়, রবিবার সকালে রাস্তার পাশে জলাশয়ে বস্তাবন্দী অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ ঘটনাস্থলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুল মাজেদ মণ্ডল শনিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন এবং তার মোবাইল ফোন বন্ধ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
বিবার্তা/শরীফুল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net