
যথাযথ কাগজপত্র কেমিস্ট না থাকা ও নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে ফিল্টার পানি উৎপাদনের কারণে চাঁদপুরের দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ওয়ারলেস বাজার চাঁদ ফ্রেশ ওয়াটার ও প্রফেসর পাড়ার মক্কা ফ্রেশ ওয়াটার।
মঙ্গলবার দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা ও জেলা মার্কেটিং অফিসার এমএন রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে পুলিশ ফোর্স ছিল।
ভ্রাম্যমাণ আদালতের জেলা মার্কেটিং অফিসার এমএন রেজাউল ইসলাম অভিযান প্রসঙ্গে বলেন, এ অভিযান জেলা প্রশাসনের রুটিন ওয়ার্ক। সকল ধরনের ভেজালকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/ফয়েজ/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net