
কুড়িগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস জেলা আওয়ামী লীগ নানান কর্মসূচি’র মাধ্যমে পালন করেছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আব্রাহাম লিংকন, সালেহ আহমেদ মজনু, ফাল্গুনি তরফদার ও আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিবার্তা/সুমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net