
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে বুধবার সকাল থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার জুরকাঠি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি বড় ট্রান্সফরমার আকস্মিকভাবে বিকল হয়ে যায়। বিকট শব্দে আগুন ধরে যায় ট্রান্সফরমারটিতে। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরপরই উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
অন্য উপকেন্দ্রের সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও আজ বুধবার সকাল থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। কোনো ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। তারা দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন।
ওয়েস্ট জোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) নলছিটি উপজেলার প্রকৌশলী ফিরোজ সন্যমত বলছেন, বিকল ট্রান্সফরমারটি প্রতিস্থাপন করতে সময় লাগবে। এটি একটি বড় ট্রান্সফরমার। চুয়াডাঙ্গা থেকে ট্রান্সফরমার আসলেই প্রতিস্থাপন করা সম্ভব বলে জানান তিনি।
বিবার্তা/আমিনুল/নুর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net