
ঝালকাঠির দিগন্ত জোড়া মাঠে ফোটা সরিষার ফুল নজর কেড়েছে সবার। হলদে রঙের ফুলে মৌমাছির গুন গুন শব্দ মাঠজুড়ে এক ভিন্ন আবহ সৃষ্টি করে। এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, জেলার চার উপজেলার ৪৭৫ হেক্টর জমিতে এবছর সরিষার চাষ হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২০০ হেক্টর, নলছিটিতে ১৭৫ হেক্টর, রাজাপুরে ৫০ হেক্টর ও কাঠালিয়ায় ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় ফল ভালো হবার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সরিষার ক্ষেতে ফুল ফুটেছে। সড়ক মহাসড়কের পাশ থেকে চলাচলের সময় মাঠের মাঝ খানে থাকা সরিষার ক্ষেত সবার দৃষ্টি কাড়ছে। অনেকে আবার সরিষা ক্ষেতের পাশে দাড়িয়ে ছবিও তুলছেন।
নভেম্বর মাসের শুরুতে সরিষার চাষ শুরু হয়। ফলন আসতে প্রায় তিন মাস সময় লাগে। এখন মাঝামাঝি সময়ে ধান বা অন্য ফসলের তুলনায় সরিষা লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুকছে। তুলনামূলক কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় এই অঞ্চলের কৃষকরা দিন দিন সরিষা চাষে আগ্রহী হচ্ছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের কৃষক হেলাল হাওলাদার বলেন, আমরা এক একর জমিতে সরিষার চাষ করেছি, ক্ষেতে ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে। সরিষায় ধানের চেয়ে লাভ বেশি।
ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজালাল বলেন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে বীজ ও সার সরবরাহ করেছি। পাশাপাশি কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
বিবার্তা/আমিনুল/নুর/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net