
টাঙ্গাইলের গোপালপুরে জমি সংক্রান্ত বিরোধে সুবল দেব (৬০) নামের এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে।
শুক্রবার উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুবল দেব তার আবাদি জমি থেকে কিছু অংশ প্রতিবেশি মতি মিয়ার কাছে বিক্রি করে। ক্রেতা মতি মিয়া জমিটির যে অংশ ক্রয় করেন সে অংশ দলিল রেজিস্ট্রি না করে সুকৌশলে অন্য অংশ দলিল রেজিস্ট্রি করে। পরে বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মাঝে বিরোধের সৃষ্টি হয়।
যার কারণে শুক্রবার দুপুরে দু’পক্ষের মাধ্যে ঝগড়া সময় হাতাহাতি হয়। এক পর্যায়ে মতি মিয়ার ধাক্কায় সুবল দেব মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুবল দেবের মৃত্যু হয়।
এ ব্যাপারে গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রেরণ করেছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মোল্লা তোফাজ্জল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net