
দিনাজপুরে হঠাৎ বেড়ে গেছে লবণের দাম।গুজবে জেলাজুড়ে লবণ নিয়ে চলছে লংকাকাণ্ড।মূল্যবৃদ্ধি ও মজুত রেখে ক্রেতাকে না দেয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাক-বিতণ্ডা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
১৫ টাকার খোলা লবণের কেজি ৫০ টাকা এবং প্যাকেটজাত ৩৫ টাকার লবণ ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। প্রয়োজনের চাইতে অনেক বেশি লবণ মজুত করেছে কোনো কোনো পরিবার।৫ থেকে ১০ কেজি লবণ ক্রয় করেছে কেউ কেউ। বিভিন্ন দোকানে লবণ ক্রয় করতে উপচে পড়া ভিড় দেখা গেছে।ভিড়ের কারণে যানজট লেগে ছিল শহরের বিভিন্ন রাস্তায়।
এগুজব এড়াতে জেলা প্রশাসন মাইকে প্রচারের পাশাপাশি বাজার মনিটরিং সেল গঠন করেছে।অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
বিভিন্ন/শাহ্ আলম শাহী/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net