
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাটে বিক্রি হওয়া এক মহিষ সাধারণ মানুষের ওপর আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় সানোয়ার হোসেন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরো ২০ জন।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও মহিষটিকে আটক করতে সক্ষম হয়নি স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিকেলে পৌর এলাকায় বাজারের গরুর হাটে তোলা হয় বিশাল আকৃতির কালো রঙয়ের একটি মহিষ। এটি কিনেন কসাই শফিক ও চানু। মহিষটি জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে মানুষের ওপর আক্রমণ চালায়।
এসময় মহিষের আক্রমণে সানোয়ারসহ কমপক্ষে ২০ জন আহত হয়। সানোয়ারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net