
বাংলাদেশ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ তীব্র শীতে কাঁপছে। সর্বনিম্ন তাপমাত্রার ৫০ বছরের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। পঞ্চগড়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তবে এর উল্টোদিকে শীতের এই দিনে গরমে ৮০ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া! চলতি সপ্তাহে সিডনি শহরের তাপমাত্রা ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরের ফ্রিওয়ে নামের একটি পিচঢালা সড়ক গরমে গলতে শুরু করে দিয়েছে।
তবে, এখনই গরম কমার বিষয়ে তেমন কোনো আশার কথা শোনাতে পারেনি দেশটির আবহাওয়া অফিস। আগামী কিছুদিন গরম এমনই থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, কয়েক সপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
অপরদিকে বাংলাদেশে চলমান শীতের তীব্রতা কমতে আরো এক থেকে দুই সপ্তাহ সময় অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net