
সাফ অনুর্ধ্ব-১৮ নারী ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের নারীরা ৪-০ গোলে স্বাগতিক ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে অর্থাৎ দ্বিতীয় মিনিটেই সানজিদা আখতারের গোলে (১-০) এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে মিসরাত জাহান মৌসুমির গোলে (২-০) ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
এরপর ৬০ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন কৃষ্ণা রানী। লাল সবুজের হয়ে ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন শামসুন্নাহার।
একই মাঠে প্রথম সেমিতে টাইব্রেকারে নেপাল ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। কিন্তু সে সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
আগামী ৭ অক্টোবর ফাইনালে বাংলাদেশ মোকাবেলা করবে নেপালের। এর আগে একই দিন একই মাঠে প্রথম সেমিফাইনালে নেপালের কাছে হেরে যাওয়া ভারত স্থান নির্ধারনী ম্যাচে মোকাবেলা করবে ভুটানের।
বিবার্তা/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net