
দীর্ঘ বিরতির পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন ফাস্ট বোলার ডেল স্টেইন। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে ডেকেছে দেশটির ক্রিকেট বোর্ড (সিএসএ)।
স্টেইন সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই সিরিজে ৪ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন। ছিলেন খরুচে। ওভারপ্রতি প্রায় সাত গড়ে রান দিয়েছিলেন তিনি। এরপর চোট বেশ কয়েকবার হানা দিয়েছে তার ক্যারিয়ারে। চলতি বছরের শুরুতেও স্টেইন কাঁধ ও পায়ের চোটের পড়েছিলেন। সেরে উঠে গেল জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।
শুক্রবার জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছে সিএসএ। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসি। তবে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সবশেষ শ্রীলঙ্কা সফরে কাঁধের চোটে পড়েছিলেন তিনি। তখন দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে ডি কককে বিশ্রাম দেওয়া হয়েছে। মারকুটে বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মিলারকেও ওয়ানডে দলে রাখা হয়নি। দু'জনেই অবশ্য তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলবেন। লঙ্কান সিরিজে বিশ্রামে থাকা স্পিনার ইমরান তাহিরও ফিরেছেন দলে।
প্রোটিয়া ওয়ানডে দলে নতুন মুখ একটি। মিডল-অর্ডার ব্যাটসম্যান ক্রিস্টিয়ান জোঙ্কারকে স্কোয়াডে রাখা হয়েছে। টি-টুয়েন্টি স্কোয়াডের সদস্য দুই ব্যাটসম্যান জিহান ক্লোয়েট ও রাসি ভ্যান ডার ডুসেন এখনও অভিষেকের অপেক্ষায়।
চলতি মাসের ৩০ তারিখ মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ। আগামী অক্টোবরের ৬ তারিখ ওয়ানডে সিরিজ শেষে টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে একই মাসের ৯ তারিখ।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, জেপি ডুমিনি, রেজা হেন্ড্রিকস, ইমরান তাহির, ক্রিস্টিয়ান জোঙ্কার, হেইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আন্দিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন, খায়া জন্ডো।
দক্ষিণ আফ্রিকা টি-টুয়েন্টি দল : ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), জিহান ক্লোয়েট, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, রবি ফ্রাইলিংক, ইমরান তাহির, ক্রিস্টিয়ান জোঙ্কার, হেইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিল ফেলুকওয়ায়ো, ডেন প্যাটারসন, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।
বিবার্তা/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net