
এখন থেকে ইভ্যালি’র প্রতিটি নিবন্ধিত উদ্যোক্তা তাদের পণ্যের দাম ও ছবিসহ ই-কমার্স সাইট ইভ্যালি এবং ঢাকা ব্যাংক এমএসএমই এর ওয়েবসাইটে প্রদর্শন করতে পারবে।
ঢাকা ব্যাংক লিমিটেড এবং ইভ্যালির মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
ঢাকা ব্যাংকের ওয়েবসাইটের অন্তর্ভুক্ত “এমএসএমই এবং কৃষি” এর একটি অংশ হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) শাকির আমিনের সভাপতিত্বে চুক্তিটি স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, সাঈদ মাহবুবুর রহমান ও ইভ্যালি এর চেয়ারম্যান শামীমা নাসরিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর ডিজিএম হুমায়ুন কবির সহ প্রতিষ্ঠান দু’টির উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বুধবার থেকে ই-কমার্স সাইট ইভ্যালিতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব “ইভ্যালি ঈদ”। যা আগামী ২০ মে পর্যন্ত চলবে।
বিবার্তা/উজ্জ্বল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net