
ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবালের নকিয়া ৯ মডেলের স্মার্টফোনে রয়েছে পাঁচটি ব্যাক ক্যামেরা। নকিয়া ৯ কে টেক্কা দিতে এবার ছয় ক্যামেরার ফোন আনতে যাচ্ছে জাপানি কোম্পানি সনি। টুইটারে ফোনটির একটি ছবি ফাঁস হয়েছে।
টুইটারে ফাঁস হওয়া ছবিটির বিষয়ে ম্যাক জে জানিয়েছেন, ফোনটিতে ২.৪ অ্যাপারচার ও ২০ মেগাপিক্সেল সেন্সর, ২.৪ অ্যাপারচার এবং ৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ভেরিয়েবল অ্যাপারচার ও ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ও ০.৪-এর পরিবর্তনশীল অ্যাপারচার এবং ১২ মেগাপিক্সেল সেন্সরের চারটি কামেরা থাকতে পারে। এছাড়া ফোনটিতে ০.৩ মেগাপিক্সেল টিওএফ সেন্সর এবং ১০ মেগাপিক্সেল সেন্সরসহ দুটি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
তবে ম্যাক তার টুইট বার্তায় লিখেছেন, ফোনটির চূড়ান্ত সংস্করণে এই ফিচারগুলোর পরিবর্তনও হতে পারে। ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।
টুইট অনুযায়ী যদি সনি ছয় ক্যামেরার ফোন আনতে পারে, তবে এটিই হবে ফোনের জগতে সবচেয়ে বেশি ক্যামেরার স্মার্টফোন।
বিাবর্তা/উজ্জ্বল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net