
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা।
সোমবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে তার পরিবারের ৬ সদস্য দেখা করতে যান এবং তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বেলা ১ টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা ও ছেলে অভিক ইস্কান্দার হাসপাতালে আসেন। সাক্ষাৎ শেষে বিকেল ৪টার দিকে তারা বের হয়ে আসেন।
শায়রুল কবির জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ১৭ জনের তালিকা দেয়া হয়েছিল। তবে ছয়জন সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net