
রাজধানীর শাহবাগের মেট্রোরেল প্রকল্পের কাজের শ্রমিকদের একটি রুমে অগ্নিকাণ্ডের এখনো কোনো তদন্ত কমিটি হয়নি|
রবিবার বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ আলী।
তিনি জানান, গতকাল শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, এ ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এটা কোনো ধরনের নাশকতা কী না জানতে চাইলে তিনি বলেন, এটা একটা ছোট্ট দুর্ঘটনা মাত্র। তাই এ ঘটনায় কোনো তদন্ত কমিটি ঘটন করা হয়নি।
বিবার্তা/খলিল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net