
ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ (৬৪) সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আনিস আহমেদ জাতীয় বার্তা সংস্থা বাসস ও আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।
সোমবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব চত্বরে আনিস আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে তাঁকে দাফন করা হয়।
আনিস আহমেদের ইন্তেকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net