
ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনসুর আলী (করতোয়া) ও সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান মিঠু (এনটিভি) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে তাদের নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এতে কমিশনার হিসেবে দায়িত্ব করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের মোট ভোটার ৩১ জন। এর মধ্যে ৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে মনসুর আলী আকতার হোসেন রাজাকে পরাজিত করেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান মিঠু ২২ ভোট পেয়ে বদরুল ইসলাম বিপ্লবকে পরাজিত করেছেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সাহিত্য, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জুহা, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, ফজলে ইমাম বুলবুল, রবিউল এহসান রিপন।
সহ-সভাপতি পদে সমান সমান ভোট পেয়ে লটারির মাধ্যমে জাকির মোস্তাফিজ মিলু নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিম ও দফতর সম্পাদক পদে তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছেন।
বিবার্তা/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net