
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে অস্ত্র ও ইয়াবাসহ আটক হওয়া ছাত্রলীগের সাবেক দুই নেতাকে দুই দিন করে রিমান্ডে দিয়েছে আদালত।
বুধবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে রিমাণ্ডকৃত সাবেক দুই ছাত্রলীগ নেতাকে হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। পরে এই দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রিমাণ্ডকৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ছিলেন।
বিবার্তা/রাসেল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net