
ইরান ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার(১ডিসেম্বর) হোয়াইট হাউসে তারা এ বৈঠক করেন। হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর রয়টার্সের।
ইরান দিন দিন মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ নেতানিয়াহুর।
৬ জাতির সঙ্গে ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বাজে সম্পর্ক বিরাজ করছে ইরানের।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ভুল এবং মার্কিন নীতি নির্ধারকদেরকে এ নীতি পরিহার করতে হবে।
লারিজানি বলেন, কোনো কোনো ক্ষেত্রে ইউরোপের আচরণও ন্যায়সঙ্গত নয়। এ ছাড়া, ইরানকে ইউরোপীয়দের মতো করে ভাবতে হবে এমনও কোনো কারণ নেই। ইরানের পার্লামেন্ট সদস্যদের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের আলোচনার পথও রুদ্ধ নয় বরং যেকোনো সময় আলোচনা শুরু হতে পারে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net