
লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (১৮নভেম্বর) সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।
তুর্কি আল মালিকি জানান, রবিবার রাতে সশস্ত্র হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত থেকে জাহাজটি আটক করে। ওই জাহাজটির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার একটি ড্রিলিং রিগকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে হুতিদের জব্দ করা জাহাজটিতে ঠিক কত সংখ্যক ক্রু বা লোকজন ছিল সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
এ ঘটনাকে ‘সন্ত্রাসী অভিযান’ উল্লেখ করে তুর্কি আল মালিকি বলেন, এরকম ঘটনা আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি।
এদিকে হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লোহিত সাগর থেকে ‘সন্দেহভাজন একটি জাহাজ’ জব্দ করা হয়েছে। তবে জাহাজটির ক্রুদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net