
ভারতের তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল ধসে তিন শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ভোরে কোইমবাটোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নাদুর নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, একটি প্রাসাদতুল্য বাড়ির ২০ ফুট উঁচু দেয়াল ধসে চারটি বাড়ির ওপর পড়ে। এতে এসব বাড়িতে যারা ঘুমিয়ে ছিলেন তাদের মধ্যে ১৭ জন দেয়ালে চাপা পড়েন।
স্থানীয়রা এই ২০ ফুট উঁচু দেয়াল তৈরি করা ভবন মালিকের শাস্তি চেয়ে আন্দোলন করছেন। তাদের দাবি, এস সিভাসুরাম্যানিয়াম নামের এই পোশাক ব্যবসায়ীকে বারবার অনুরোধ করা স্বত্ত্বেও দেয়াল ভাঙেননি।
তামিলনাড়ু রাজ্য সরকার নিহতদের প্রত্যেককে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়ু ও পদুচেরির কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে।এ দুই রাজ্যের কয়েকটি জেলায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিবার্তা/এরশাদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net