
রাজধানী ঢাকায় কোরবানির পশুর হাট জমে না উঠলেও বাইরে অনেক জায়গাতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। ঈদের আগ পর্যন্ত ভারতীয় গরু না আসলে ভালো লাভের আশা করছেন ব্যবসায়ীরা। ইজারাদাররা জানিয়েছেন, হাটের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো। জেলার বিভিন্ন অঞ্চল থেকে মান্দা উপজেলার সতিহাটে আসতে শুরু করেন ব্যবসায়ী ও খামারিরা।
বিক্রেতারা বলছেন, এখন পর্যন্ত ভারতীয় গরু না আসায় ভালো দাম পাচ্ছেন তারা।
এদিকে, তাড়াহুড়ো না করে দেখে শুনে পছন্দের পশু কিনতে চান ক্রেতারা।
ক্রেতা ও বিক্রেতারা বলছেন, এবার ভালো দাম পাচ্ছি।ভারত থেকে গরু না আসলে লাভ হবে। বাজারে পর্যাপ্ত গরু আছে।
সিলেট অঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট কাজীরবাজারে উঠতে শুরু করেছে গবাদিপশু। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে সংখ্যায় এখনো কম। তবুও অনেকে আসছেন যাচাই বাছাই করতে।
হাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে পুরোদমে জমে উঠবে সিলেটের সবগুলো হাট।
ক্রেতা ও বিক্রেতা বলছেন, সরকারের কাছে আকুল আবেদন, ভারতীয় গরু আমদানি বন্ধ হোক। আমরা লাভবান হব। আশা করছি শুক্রবার থেকে হাট জমবে।
এছাড়া, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সংশ্লিষ্টদের দাবি, কোরবানির হাট সামনে রেখে ভারতীয় গরুর আমাদানি ঠেকানো গেলে লাভবান হবেন প্রান্তিক খামারিরা।
বিবার্তা/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net