
ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘আলা ভাইকুন্তাপুরামলো’। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত এ সিনেমা নির্মিত হচ্ছে আল্লু অর্জুনের বাবার প্রযোজনা প্রতিষ্ঠান গীতা আর্টসের ব্যানারে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমাতে একটি আইটেম গান থাকবে। সাধারণত আইটেম গান অনেক ব্যয়বহুল বিষয়। এজন্য পরিচালক ত্রিবিক্রম কম খরচে কাউকে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কাজলের শর্ত মেনে সিনেমাটির আইটেম গানে তাকে নিতে চাইছেন আল্লু অর্জুন। আল্লু অর্জুন জোর দিয়ে কাজলকে নিতে বলছেন। তবে কাজল শর্ত দিয়েছেন এক কোটি রুপি পারিশ্রমিক দিলে তিনি কাজটি করবেন। এতেও সম্মতি দিয়েছেন আল্লু অর্জুন।
এ সিনেমার পরবর্তী শুটিং ফ্রান্সে হবে। সেখানে দুই সপ্তাহের মতো শুটিং হবে। ২০২০ সালের ১৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net