
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে যোগ দিচ্ছেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন এ তামিল অভিনেতা।
রজনীকান্তের ভাই সত্যনারায়ণ রাও জানিয়েছেন, আর কিছুদিনের মধ্যেই রজনীকান্ত পার্টির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দলের বিভিন্ন নীতি তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে পার্টি হিসেবে আত্মপ্রকাশের আগে হয়তো বদলে দেওয়া হতে পারে পার্টির নাম। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার ছেড়ে যাওয়া ফাঁকা আসন ভরাট করাই লক্ষ্য রজনীকান্তের। এমনকি তিনি বিজেপি’র সঙ্গে জোট বাঁধতেও প্রস্তুত।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net