
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধির সামনে গিয়ে শেষ হয়।
পরে সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গ থিয়েটার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ আরো অনেকে।
স্মরণ সভায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাছির উদ্দিন ইউসুফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেলিম আল দীন রচিত নাটক ধাবমান ও কীর্তনখোলা মঞ্চায়িত হবে।
বিবার্তা/শরিফুল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net