
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রীকে ক্যাম্পাস থেকে তুলে নেয়ার চেষ্টা করেছে বহিরাগত দুই যুবক। সাধারণ শিক্ষার্থীরা একজনকে ধরে মারধর করে এবং পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১১তম ব্যাচের এক ছাত্রীকে তুলে নিতে আসে বহিরাগত জুয়েল এবং রেজাউল করিম নামের দুই যুবক। দুপুরে মূল ফটকের সামনে থেকে ঐ ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে তারা। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পেরে দুই বহিরাগতকে ধাওয়া দেয়। তবে দুইজনের মধ্যে মূল অভিযুক্ত জুয়েল পালিয়ে যায়। এ সময় জুয়েলের সহযোগী রেজাউল করীম নামে একজনকে তার মোটরসাইকেলসহ আটক করে এবং প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যায়। প্রক্টরিয়াল বডি তাকে পুলিশে সোপর্দ করে।
ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল তাকে উত্যক্ত করছে। গতবছর থানায় একটি জিডিও করেছিলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ঐ ছাত্রীকে আমরা মামলা করতে বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সকল ধরণের সহযোগিতা করবে।
বিবার্তা/লিটন/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net