
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তি নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অংশ নেন শিক্ষার্থীরা।
এসময় ছাত্র নেতারা বলেন, আবরার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাই এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে আগামীতে এভাবে মেধাবী কোনো শিক্ষার্থীকে আর প্রাণ দিতে হবে না।
বিবার্তা/শরিফুল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanews24@gmail.com , info@bbarta24.net